মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপ হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট ভারতের গুজরাট রাজ্যের সুরাত জেলার লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের টি-টোয়েন্টি সিরিজ, শেষ হবে ১২ মার্চ। এই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার (৭ মার্চ) ভারত যাবে বাংলাদেশ দল। ১৩ মার্চ দেশে ফিরবেন।

মানস ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ কাপের প্রস্তুতি নিতে আশিয়ান সিটির খেলার মাঠে ৪ দিনের অনুশীলন ক্যাম্প ইতোমধ্যে শেষ হয়েছে।

Suggested Post :  সুখবরঃ নতুন এক বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

এ আসরে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পৃষ্ঠপোষকতায় রয়েছে গ্রামীণফোন, ব্র্যাক, টিম ওরিয়ন, বিজিএমইএ, সিম গ্রুপ ও ইনফো পাওয়ার।

আগামী ৯ ও ১০ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ১১ মার্চ বিকাল ৫ টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। https://www.cricket.com/ এই ওয়েবসাইট থেকে টুর্নামেন্টটি উপভোগ করা যাবে।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াড:

Suggested Post :  ৫টি চার ও ৪টি ছক্কার টর্নেডো ব্যাটিং করে ম্যাচ জিতিলেন দেখুন বিস্তারিত

মো: মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন (সহ-অধিনায়ক), রনি গায়েন, মো: লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খোরশেদ আলম, মো: রাজন, উজ্জ্বল বৈরাগী, মো: মহিদুল ইসলাম, মো: মোরদেশ আলম, রবিন গায়েন, রনি গায়েন ও স্বপন দেওয়ান।