
ক্রিকেট বিশ্বের বড় দলগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম ম্যাচ খেলে বাংলাদেশ। ২০১০ সালে ইংল্যান্ডে সর্বশেষ ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর থেকেই মূলত বাংলাদেশের সঙ্গে সিরিজ বন্ধ ছিল।
এখন পর্যন্ত ইংল্যান্ডের সাথে মাত্র ১০ টি টেস্ট এবং ২৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে দুঃখের বিষয় এখনো পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে কোন টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ।
এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেটি ২০২১ সালে আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই ম্যাচে ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এছাড়া আর কোন টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়নি বাংলাদেশ এবং ইংল্যান্ড।
চট্টগ্রামে আগামী কাল থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর ৩ টায়। সরাসরি দেখা যাবে জি-টিভি এবং টি-স্পোর্টস চ্যানেলে।