ক্যারিয়ারের শুরু থেকেই ক্রিকেটে রাজ করছেন সাকিব আল হাসান। ২০০৬ সালের আগস্ট থেকে শুরু হয়ে প্রায় ১৭ বছর! দীর্ঘ এই সময় ধরে ব্যাট-বল হাতে সমান তালে পারফর্ম করে চলেছেন সাকিব আল হাসান। তার পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ তার গায়ে লেগে আছে বিশ্বসেরার তকমা।

এই সময়ে বাংলাদেশ দলে কত ক্রিকেটার এলো-গেলো, তবে সাকিব যেন থেকে গেছেন ঠিক প্রিয়তমা প্রেয়সী হয়েই। যে পুরোনো হলেও ছড়িয়ে যায় সুবাস। সাকিব যেন এই ১৭ বছর ধরেই সুভাস ছড়িয়ে চলেছেন টাইগার ক্রিকেটে। যার সবশেষ উদাহরণ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪ উইকেট।

Suggested Post :  নতুন জার্সিতে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মুস্তাফিজ

এমন পারফরম্যান্স করার পর অবশ্য সাকিবকে আবারো সেরা বলে অ্যাখায়িত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ডকে হারানোর পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘নিঃসন্দেহে সাকিব আমদের সেরা খেলোয়াড়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই খেয়াল করছি, ও (সাকিব) জেতার জন্য মরিয়া। যদিও আগে থেকেই এমন ছিলো, তবে সাম্প্রতিক সময়ে ওর মধ্যে এই জেতার জন্য মরিয়া ব্যাপারটা একটু বেশিই দেখা যাচ্ছে।’

Suggested Post :  পঞ্চপাণ্ডব নিয়ে মাশরাফিকে চরম অপমান করলেন সাকিব আল হাসান

নাজমুল হোসেন পাপন আরও বলেন,‘আজকে সাকিব ভালো খেলেছে, মুশফিক রান করেছে। অন্যরাও ভালো করেছে। এবাদত দারুণ বোলিং করেছে। তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গায় এবাদত এসে যেভাবে বল করল, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’

এছাড়া বোলিং নিয়ে খুশি থাকলেও ব্যাটিং নিয়ে চিন্তায় পাপন। বিসিবি বস বলছিলেন, ‘একটা-দুইটা হারা-জেতা এগুলো তেমন ব্যাপার না। আমাদের বোলিংয়ে যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু চিন্তার বিষয় আমাদের ব্যাটিংয়ে। ব্যাটিংয়ে আমরা যথেষ্ট অধারাবাহিক।’