ব্রেকিং নিউজঃ নেইমার ভক্তদের জন্য চরম দুঃসংবাদ!

images 2023 03 07T120558.699

নেইমার আর ইনজুরির একে অপরের পরিপূরক। না পরে নেইমার ইনজুরিকে ছাড়তে আর ইনজুরি না পারে নেইমারকে ছাড়তে। এ যেন এক জনম জনমের প্রেম। নেইমার তার পুরো ক্যারিয়ারজুড়েই অসংখ্যবার ইনজুরিতে পড়েছেন। ব্রাজিলিয়ান সুপারস্টারের এই দুর্বলতার সুযোগ নিয়েছে প্রতিপক্ষরা। যখনই তাকে থামাতে ব্যর্থ হয়েছে, করেছে আঘাত।

নেইমারের যে প্রতিভা আর সামর্থ্য ছিল, ক্যারিয়ারে আরও অনেক অর্জন থাকতে পারত। কিন্তু একের পর এক চোট তার সঙ্গী হয়েই আছে।

সবশেষ গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন নেইমার। ওই ম্যাচে প্রতিপক্ষের এক ট্যাকেলে গোড়ালি মচকে যায় তার।

ওই ম্যাচে পিএসজি ৪–৩ ব্যবধানে জিতে যায়। গোড়ালি যেভাবে উল্টে যেতে দেখা গেছে, তখনই বোঝা যাচ্ছিল নেইমারের চোট বেশ গুরুতর।

এবার ক্লাব পিএসজির পক্ষ থেকে জানানো হলো, চোটের জন্য নেইমারের অস্ত্রোপচারই করতে হবে। ফলে আগামী ৩ থেকে ৪ মাস মাঠে নামতে পারবেন না এই ফরোয়ার্ড তারকা।

এরই মধ্যে ব্রাজিল জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ রেমন মেনেজেস ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য নেইমারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন।

You May Also Like