হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি তামিম ইকবালের দল।

প্রায় ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের মাটিতে কোনো ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই অলআউট হলো বাংলাদেশ। সবশেষ এই চিত্র দেখা গিয়েছিল ২০০৮ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আর দেশের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজে টানা চার ম্যাচে অলআউট হলো এই প্রথম।

আগের ওভারে সীমানায় জেমস ভিন্সকে ক্যাচ দিয়েও বাউন্ডারি পেয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। এবার আর টিকলেন না বাঁহাতি এই ব্যাটসম্যান। জফ্র আর্চারের বলে লং অনে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নিলেন জেসন রয়।

Suggested Post :  ১১ বছর পর ইংল্যান্ডের ক্রিকেটে পোলার্ড

৭১ বলে সাত চারে ৭৫ রান করেন সাকিব।

পরের বলে বাংলাদেশের ইনিংসের ইতি টেনে দেন আর্চার। এলবিডব্লিউর সফল রিভিউ নিয়ে বিদায় করেন মুস্তাফিজুর রহমানকে।

৭ বল বাকি থাকতে ২৪৬ রানে থামল বাংলাদেশ।