দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজে ও ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত, ৭০ বলে।

প্রথম ওভারেই ক্রিজে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত ম্যাচে একই পরিস্থিতিতে নেমে পেয়েছিলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ। এবার এর পুনরাবৃত্তি হতে দিলেন না। শুরু থেকে খেললেন আস্থার সঙ্গে।

এক-দুই নিয়ে সচল রাখলেন রানের চাকা। বাজে বলে মারলেন বাউন্ডারি। স্পিনাররা আক্রমণে আসার পর কিছুটা ঝুঁকি নিলেন, সেগুলো কাজেও লেগে গেল।

Suggested Post :  সবাইকে চমক দিয়ে নতুন যে অস্ত্র নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৬ ওভারে ১২০/৩

মুশফিক ৫২* (৭৪)