হোয়াইটওয়াশ এড়ানো লক্ষ্যে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ৩ ওভারেই হারিয়েছে দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে।
পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ৩৪ রান। ৬০ বলের ৪৫টিই ডট খেলেছেন ব্যাটসম্যানরা।
২৬ বলে এক চারে ৮ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। দুই চারে মুশফিকুর রহিমের রান ২৫ বলে ১৩। ১৭ রানের জুটি গড়তে তারা খেলেছেন ৪২ বল।
দুটি উইকেটই নিয়েছেন স্যাম কারান। অন্য দুই পেসার ক্রিস ওকস ও জফ্রা আর্চার রান নেওয়ার পথ করে তুলেছেন কঠিন। ৩ ওভারে ওকস দিয়েছেন কেবল ৫ রান, আর্চার ২ ওভারে ২।