বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিক। দীর্ঘ দিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিচ্ছেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকে ভালোবেসে মি. ডিপেন্ডেবল উপাধি দিয়েছে। এক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রান মেশিনও ছিলেন মুশফিকুর রহিম। মিডিল অর্ডারে তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র ভরসার প্রতীক। যখনই দল বিপদে পড়তো তখনই দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতেন মুশফিকুর রহিম। কিন্তু বিগত দুই বছরে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন মুশফিক।

ঠিকমতো ব্যাট হাতে রানই করতে পারছেন না তিনি। বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারের অবদান অবিস্মরণীয়। তবে থামতে জানাটাও গুরুত্বপূর্ণ। তবে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ব্যাটিং পজিশনে কেমন করছেন মুশফিকুর রহিম সেটিও সবার জানার প্রয়োজন।

Suggested Post :  নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে লিটন দাস এবং নাঈম শেখকে দেখতে চাই : আশরাফুল

গত দুই বছরে সর্বশেষ ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে শ্রীলংকার বিপক্ষে। ২০২১ সালের ২৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১২৫ রানের ইনিংসের পর ২০২২ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তবে এরপর ১০ ইনিংসের মধ্যে মাত্র একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। সেটিও গত বছর ৫ আগস্ট জিম্বাবুয়ের মাটিতে করেছিলেন অপরাজিত ৫২ রান। তবে সবচেয়ে বড় সমস্যা, মুশফিকের ওপর আর ভরসা করতে পারছে না দল।

Suggested Post :  মুম্বাইয়ের ট্রেনিংয়ে দেখা মিলল নতুন ডি’ভিলিয়ার্সের! দেখুন ভিডিও

বিপদে তিনি আর দেয়াল হয়ে দাঁড়াতে পারছেন না। আউট হচ্ছেন বাজে শটে। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে মুশফিককে নিয়ে ভাবতেই হচ্ছে হাতুরাসিংহেকে। মুশফিকের সর্বশেষ ১০ ইনিংসের রান যথাক্রমে: ৯ (১২ বল), ১১ (৩১ বল), ৫২* (৪৯ বল), ২৫ (৩১ বল), ০ (৩ বল), ১৮ (৪৫ বল), ১২ (২৪ বল), ৭ (১৩ বল), ১৬ (৩৪ বল) এবং ৪ ( ৫ বল)।