Taka Rate : কমলো মালয়েশিয়ান রিংগিত রেট, দেখেনিন আজকের রেট

InCollage 20230304 192922101

প্রবাসী ভাইয়েরা হলেন আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাই তাদের কাজ সহজ করে দিতে আমরা প্রত্যেকদিন তাদের জন্য বিভিন্ন দেশের টাকার রেট দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো মালয়েশিয়ান রিংগিত।

আজ ০৪ মার্চ ২০২৩ ইং, প্রবাসী ভায়েইরা দেখে নিন আজকের মালয়েশিয়ান রিংগিত বিনিময় মূল্য। মনে রাখবেন, যেকোন সময় মুদ্রার বিনিময় মূল্য উঠা-নামা করতে পারে। মালয়েশিয়ান রিংগিত রেট। প্রবাসী ভাইদের উদ্দেশে বলছি আপনারা বিনিময় মূল্য (রেট) জেনে দেশে টাকা পাঠাতে পারেন।

সেক্ষেত্রে আমাদের ওয়েব সাইট বা আপনার নিকটস্থ ব্যাংক হতে টাকার রেট জেনে নিতে পারেন। যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি হয় তখন দেশে বৈদেশিক মুদ্রা পাঠালে বেশি টাকা পেতে পারেন।

আপডেটঃ-

সময়ঃ সন্ধ্যা ৬.০০ মিনিট

তারিখ :

আজ ০৪/০৩/২০২৩- মালয়েশিয়ান রিংগিত রেট ১ রিংগিত = ২৩.৯১ টাকা

গতকাল ০৩/০৩/২০২৩- মালয়েশিয়ান রিংগিত রেট ১ রিংগিত = ২৩.৯৪ টাকা

১০০০ রিংগিত পাঠাতে কোন মাধ্যমে কত খরচ হবে তা তুলে ধরা হলো:

A 41

হুন্ডিতে রেমিটেন্স পাঠানো একটি অবৈধ পন্থা, এই পথে টাকা পাঠাবেন না। আপনারা ব্যাংকের মধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে, বাংলাদের রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে।

You May Also Like