সাম্প্রতিক সময়ে বল হাতে একদমই ভালো সময় যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। ঘরের মাঠে টাইগারদের শীর্ষ বোলার মুস্তাফিজকে নিয়ে দলের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। কিন্তু মুস্তাফিজ প্রত্যাশার সে দাবি মেটাতে বরাবরই ব্যর্থ। ইংল্যান্ডের বিপক্ষে আজ সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে মুস্তাফিজ প্রতিদান দিতে পারলেন না আরো একবার।
ইংল্যান্ডের বিপক্ষে ১৩২ রানের বড় ব্যবধানে হেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাজে ফর্মের পরেও মুস্তাফিজ কি দলে অটো চয়েজ? ম্যাচ হেরে এমন প্রশ্নের মুখে পড়েন তামিম।
তামিম সাংবাদিকদের বলেন, ‘অটো চয়েজ বলতে কোনো কিছু নেই। আমিও অটো চয়েজ না। এই দলে কেউ নেই। আমি যদি ধারাবাহিক পারফর্ম না করি, আমি যদিও দলের অধিনায়ক… আমিও দলে থাকব না। অটো চয়েজ বলে কেউ কিছু না, এটা ঠিক আমাদের অনেক বিশ্বাসের ওপর। আমি মনে করি সে (মুস্তাফিজ) সেরাটা দিতে পারে, আগেও সেটা করেছে। ওর খুবই ভালো ডিফেন্সিফ স্কিল আছে, হয়তো উইকেট নেয়ার স্কিলটায় উন্নতি করতে হবে। কোনো সময় কোনো খেলোয়াড় এক গ্রাফে যাবে না, আমি সবসময় ওর উপর বিশ্বাস আছে ও করি। আমার বিশ্বাস ও ঘুরে দাঁড়াবে।’
সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখতে পারলো না বাংলাদেশ। ২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছে ২-১ এ সিরিজ হারে বাংলাদেশ। তারপরই ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে দুর্গ গড়ে তুলে বাংলাদেশে। টানা সাত ওয়ানডে সিরিজ জয় করা বাংলাদেশকে এবারো সিরিজ হারের স্বাদ দিলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপের বছরে এই হার কি বাংলাদেশের ফারাঁক দেখিয়ে দিলো?
তামিম বলেন, ‘কাজ করার তো সবসময়ই থাকবে। আপনি যখন দেখেন কোন পরিস্থিতি থেকে ওরা কোন পরিস্থিতিতে চলে গেছে। একটা সময় মনে হচ্ছিল হয়তো ২৫০-৬০ এর মধ্যে রাখা যাবে। একটা পর্যায়ে মনে হচ্ছিল ৩৭০ ও হতে পারে। এটা আমরা খুব ভালো করে জানি যেখানে স্পিনারদের খুব বেশি সাহায্য থাকবে না…আপনার পেসারদের ওপর নির্ভর করতে হবে। মাঝেমধ্যে ডিফেন্সিভ স্কিলও কখনো কখনো।’
‘এসব নিয়ে তো অবশ্যই কাজ করতে হবে যখন চিন্তা করবেন বিশ্বকাপে একটা পর্যায়ে যেতে চান সেমিফাইনাল খেলতে চান, ফাইনাল খেলতে চান। এসব করতে হবে। আমাদের জন্য ওয়ানডেতে ৭ বছর পর সিরিজ হারলাম, এটাও আমাদের উন্নতি দেখাচ্ছে। এ ধরনের রেকর্ড ধরে রাখা সহজ না। এটা দুভার্গ্যজনক আমরা হেরে গেছি। আগেরবারও বোধ হয় একই দলের (ইংল্যান্ডের) কাছে