আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাধে বড় বড় ক্লাবগুলোর নজরে পরেছেন। যদিও তিনি নিজেও আছেন একটি জায়ান্ট ক্লাবে। কিন্তু সেখানে হালান্ডের জন্য প্লেয়িং টাইম পেতেই সমস্যা হচ্ছে।

হালান্ড এবং আলভারেজ একই সময়ে এসেছেন ম্যানসিটিতে। কিন্তু হালান্ড যেভাবে গোল করে যাচ্ছেন তাতে আলভারেজের প্লেয়িং টাইম খুব একটা পাওয়া হচ্ছে না, বা আলভারেজ যেমনটা চায় তেমনটা হচ্ছে না।

Suggested Post :  মাত্র পাওয়াঃ আর্জেন্টিনা বনাম ব্রাজিল হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হলো, দেখেনিন ফলাফল

এমন অবস্থায় এই স্ট্রাইকার ম্যানসিটি ছাড়তে পারে বলেই গুঞ্জন। ফুটবল ইনসাইডার জানিয়েছে, আলভারেজকে পেতে আগ্রহী লা লিগার দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা।

যদিও এখন বার্সালোনার প্রধান টার্গেট ভিটর রোক। তারা লেভানদস্কির উত্তরসূরী হিসেবে ভিটর রোককেই দেখছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের এখন আছে করিম বেনজামা। সেখানে আছে একাডেমীর প্লেয়ার আলভারো। আগামী বছর যুক্ত হবে এন্ড্রিক। তাই এই দুটি ক্লাবে আলভারেজের আসার সম্ভাবনা একেবারেই ক্ষীন।

Suggested Post :  জয়ের রেকর্ডঃ জয়ের ধারা অব্যাহত আর্জেন্টিনার!

যদিও এই রিপোর্টে আরও বলা হয়েছে, ম্যানসিটি আলভারেজকে বিক্রি করবে না। পেপ গার্দিওলা নিজেও জানিয়েছেন, আলভারেজ ম্যানসিটি ছাড়বে না।