সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।

আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ফেলেছেন জেসন রয় ও জস বাটলার। দ্রুত জোড়া উইকেট পতনের পর পাল্টা আক্রমণের পথে হেঁটে জুটিতে একশ রান যোগ করেছেন এই দুজন।

৩৫তম ওভারে তাসকিন আহমেদের বলে পরপর দুই চার মেরে জুটির সেঞ্চুরি পূরণ করেন রয়। স্রেফ ৮৫ বল খেলেই এই ১০০ রান করে ফেলেছেন রয় ও বাটলার। রয় করেছেন নিজের সেঞ্চুরি, ফিফটির কাছাকাছি পৌঁছে গেছেন বাটলার।

Suggested Post :  বাংলাদেশের এশিয়া কাপে ওপেনিং এ থাকছে সবচেয়ে বড় চমক

৩৫ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২০৪ রান। রয় ১৩১ ও বাটলার ৩৮ রানে খেলছেন।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৩৭ ওভারে ২০৮/৫