রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা আরবি উচ্চারণ

রোজার নিয়ত ও ইফতারের দোয়া আজ আপনি জানবেন রোজার নিয়ত কখন করতে হয়, রোজার নিয়ত বাংলা অর্থ সহ, রোজার নিয়ত করা কি ফরজ, রোজা রাখার নিয়ত বাংলা, রোজা রাখার নিয়ত বাংলায়, কাযা রোজার নিয়ত কখন করতে হয়, নফল রোজার নিয়ত কখন করতে হয়, রোজার নিয়ত এবং ইফতারের দোয়া, রোজার নিয়ত কখন করতে হয় এসব প্রশ্নের উত্তর নিছে আলোচনা করা হলো।

রোজার নিয়ত বাংলা

রোজার নিয়ত ও ইফতারের দোয়া
রোজার নিয়ত ও ইফতারের দোয়া

নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম…..।

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

রোজার নিয়ত আরবি

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

আরো পরুনঃ ৩১টি রোজার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩

রোজার নিয়তের অর্থ

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া বাংলা

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

আরো পরুনঃ ৩১টি রোজার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩

ইফতারের দোয়া আরবি

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

ইফতারের দোয়ার অর্থ

হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে  ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)

রোজার নিয়ত,রোজার নিয়ত,রোজার নিয়ত ও ইফতারের দোয়া,রোজার নিয়ত করা যাবে কি,রোজার নিয়ত কখন করতে হয়,রোজার নিয়ত কখন পড়তে হয়,রোজা রাখার নিয়ত,রোজার নিয়ত আরবি,রোজার নিয়ত বাংলা,নফল রোজার নিয়ত বাংলা,রোজার নিয়ত পড়া কি ঠিক,রোজা রাখার নিয়ত বাংলা,নফল রোজার নিয়ত,নিয়ত,রোজার নিয়ত বাংলা অর্থ,রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা,নফল রোজা রাখার নিয়ম,রমজান মাসের রোজার নিয়ত,রোজার নিয়ত করার সঠিক নিয়ম,কাজা রোজার নিয়ত,বাংলা রোজার নিয়ত,রোজার নিয়ত দোয়া।

ইফতারের দোয়া,ইফতারের দোয়া,ইফতারের দোয়া সহীহ,ইফতারের দোয়া আরবি,ইফতারের দোয়া বাংলা উচ্চারণ,ইফতারের পূর্বের দোয়া,রোজার নিয়ত ও ইফতারের দোয়া,ইফতারের দোয়া আরবি,ইফতারের দোয়া বাংলা,ইফতারের দোয়া সমূহ,ইফতারের দোয়া বাংলা,ইফতার,ইফতারের দোয়া বাংলায়,রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা,ইফতারের ফজিলত,ইফতারের দোয়া বাংলা উচ্চারণ অর্থ সহ।,ইফতারের দোয়া কি,ইফতারের দোয়া বাংলা উচ্চারণ,ইফতারের দুয়া,ইফতার দোয়া,ইফতারের দোয়া কি,ইফতারের নিয়ত,ইফতারের দোয়া ছবি।

শেষ কথা

আশা করি আপনি আপনার কাংখিত প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আমাদের পোস্টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Post Credit : DhakaPost