ব্রেকিং নিউজঃ সুযোগ কাজে লাগাতে চান রনি, স্বপ্ন বুনছেন তানভীর

tanvir 20230301224627

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে রয়েছে একাধিক নতুন মুখ। এছাড়া দীর্ঘ সাত বছর পর দলে ফিরেছেন রনি তালুকদার।

সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করেছেন রনি। ৩২ বছর বয়সী এই ওপেনার এর আগে ২০১৫ সালে খেলেছিলেন দেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। এতবছর পর দলে সুযোগ পেয়ে তাই উচ্ছ্বসিত রনি ঢাকা পোস্টকে বলছিলেন, ‘অবশ্যই ভালো লাগছে, এখন ভালো খেলতে হবে, পারফর্ম করতে হবে। বাংলাদেশ দলের জয়ের জন্য যা করার দরকার এখন সেটাই করব। পরিবারের সবাই খুশি, আমার মাকে ফোন দিয়ে জানিয়েছি। অনেক খুশি। এছাড়া ভক্ত সমর্থকদের অনেক দোয়া ভালোবাসা ছিল আমার সঙ্গে। সবাই যেন এভাবে আমাকে সাপোর্ট করে সেটাই চাওয়া থাকবে।’

দারুণ বিপিএল কাটানো তৌহিদ হৃদয় ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি দলেও জায়গা পেলেন। এছাড়া পেসার রেজাউর রহমান রাজাও পেয়েছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক। একইসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতানোর পেছনে বড় ভূমিকা রাখা স্পিনার তানভীর ইসলামও আছেন ১৫ সদস্যের স্কোয়াডে।

প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়ে তানভীর ঢাকা পোস্টকে জানান, ‘প্রথমে একজন সাংবাদিক ভাইয়া ফোন দিলেন জানালেন ঘটনা। এরপর নির্বাচক বাশার স্যার ফোন দিয়েছিলেন। ওনি ফোন দিয়ে কনফার্ম করলেন আর কি।’

অনুভূতি জানতে চাইলে বললেন, ‘এটা তো লিখে বা বলে প্রকাশ করতে পারছি না। তবে খুবই ভালো লাগছে। অতি আনন্দিত একটা ব্যাপার আর কি। ক্রিকেট বোর্ড আমাকে অনেক দিন ধরে দেখভাল করছে, এইচপিতে ৪ বছর রেখেছে। হয়তোবা কিছু পাওয়ার জন্য। আমার নিজের ভেতর খারাপ লাগছিল ওই সময়ে যে কিছু দিতে পারছি না। আমার প্রতি এত খরচ করছে কিন্তু আমি কিছু দিতে পারছি না। এজন্য তখন খারাপ লাগছিল, তবে এখন ভালো লাগছে। এখন জাতীয় দলকে রিপ্রেজেন্ট করার সুযোগ এসেছে, চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার।’

আপনি নিজে কাকে জানিয়েছেন এই বড় খবরটা, ‘সবার আগে আমি আমার আব্বুকে ফোন দিয়েছি। আব্বু কান্না করে দিয়েছে কথা বলতে পারেনি, আম্মুর ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। স্বপ্নের ব্যাপার ছিল এটা তাদের জন্যও। তারা অনেক কষ্ট করেছে আমার জন্য। পরে বললাম তাহলে একটু পর কথা বলছি। একটু স্বাভাবিক হলে।’

এদিকে ক্যারিয়ারে ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শামীম হোসেন পাটোয়ারীও ফিরেছেন আবার জাতীয় দলে। ঢাকা পোস্টকে তিনিও বলছিলেন, ‘ভালো লাগছে অবশ্যই, স্বাভাবিক থাকতে চাই। সুযোগ পেলে ভালো খেলতে চাই দলের জন্য। আলহামদুলিল্লাহ পরিবারের সবাই খুশি। এছাড়া আমার স্ত্রী সবসময় আমাকে মানসিক সাপোর্ট দিয়ে থাকে, সে অনেক খুশি। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চ দিয়ে খেলতে।’

এদিকে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও ইয়াসির আলি চৌধুরী রাব্বি।

You May Also Like