বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল ভক্তদের দারুন সুখবর দিল বিসিবি

InCollage 20230227 145931398 XV2dB6kX0K

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় চারে দিকে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। সাকিব-মাশরাফি থেকে শুরু করে সবাই বোর্ডের সমালোচনা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার তুলকালাম সৃষ্টি হয়েছিল ক্রিকেট পাড়ায়।

অনেক ক্রিকেটারও জানান নিজেদের অসন্তোষের কথা। পরে অবশ্য প্লে-অফ ম্যাচগুলোতে ডিআরএস ছিল। দুদিন বাদেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। এর আগেও আলোচনা হয়েছিল এ নিয়ে।

এই সিরিজে তো বটেই, আগামী ২০২৭ সাল অবধি ডিআরএসের জন্য চুক্তি করেছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেছেন, “আপনাদের তথ্যের জন্য বলছি, ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে, আমরা চেষ্টা করবো ডিআরএসে যারা…ডিআরএস হচ্ছে আমাদের প্রডাকশনের একটা ব্যাপার। ডিসিশন মেকিংয়ে একুরেসি নিশ্চিত করা হয় এটার মাধ্যমে। আগে যখন ডিআরএস ছিল না, তখনও কিন্তু ক্রিকেটটা হতো, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টও ডিআরএস ছাড়া হয়েছে।”

“এরপর যখন টেকনোলোজি আসে, তখন ডিআরএসকে আইসিসি থেকে মেন্ডোটেরি করে দেওয়া হয় আইসিসি ইভেন্টে। ঘরোয়া টুর্নামেন্টে আমাদেরও চেষ্টা ছিল ডিআরএস নিশ্চিত করার। আমরা যেটা করেছিলাম, প্রোডাকশনকে দিয়েছিলাম দায়িত্ব।”

“এ জিনিস থেকে বেরিয়ে এসেছি। লম্বা সময়ের চুক্তিতে যাচ্ছি যারা ডিআরএস প্রোভাইড করে, তাদের সঙ্গে। আমাদের অন্তত ২০২৭ পর্যন্ত দীর্ঘ চুক্তি। যেন বাংলাদেশে আন্তর্জাতিক ও ঘরোয়া খেলাগুলো সবগুলোতে ডিআরএসের সাহায্য পায়।”

You May Also Like