নাজমুল হাসান পাপন ক্রিকবাজকে বলেন, বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে গ্রুপিং তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির এমন মন্তব্য দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ঝড় তুলেছে। এবার তা নিয়ে মুখ খুললেন তামিম।

বাংলাদেশ জাতীয় দলে কোনো গ্রুপিং দেখা যাচ্ছে না ওয়ানডে অধিনায়কের। এর পাশাপাশি সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেছেন তামিম।

Suggested Post :  অ্যালান ডোনাল্ডের বিশেষ ক্লাসে মুস্তাফিজ

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি, আজ, ৫ বছর আগে, ১০ বছর আগে , ১৬ বছর আগে হোক যখন দল ভালো খেলতো না তখনই এই টার্মটা ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই গ্রুপ ওই গ্রুপ। শুধুমাত্র বলার জন্য বলার না যারা আমাকে কাছ থেকে চেনেন আমি খুবই সোজাসাপ্টা লোক। আমি কোনো কিছু লুকিয়ে বলি না… যা বলি সোজা বলবো।’

Suggested Post :  বাংলাদেশকে হারিয়ে চরম অপমানিত করে খোচা দিলেন জয়াবর্ধনে!

‘আপনি পছন্দ করেন আর না করেন। আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনও দেখিনি। সবশেষ ৬ মাসে আমি দলের সঙ্গে ছিলাম না, এই জিনিসটা যদি এই ৬ মাসে যদি হয়ে থাকে তা আমি জানি না। ড্রেসিং রুম সবশেষ ৩-৪ দিন ধরে আছি এরকম কিছু দেখিনি। সবাই উপভোগ করছে, আমরা সবাই মজা করি।’