বিসিবির পাপনের মন্তব্যের পর এবার মুখ খুললেন তামিম ইকবাল

images 2023 02 26T140944.588

হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেটে বয়ে যাচ্ছে কাল বৈশাখী ঝড়। আবারও মাঠের বাইরের খবরে সংবাদের শিরোনাম হয়েছেন বাংলাদেশ দলের বর্তমান সময় সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। গতকাল হঠাৎ করেই একটি সংবাদ মাধ্যমের বারাত দিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িয়ে রয়েছেন বাংলাদেশ দলের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

এ বিষয়ে সরাসরি মুখ খুলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন

“আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন আমি নামি আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।”

You May Also Like