বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি নিজে অন্য ক্লাবে যেতে মরিয়া। অনেক ক্লাবেরই আর্থিক ক্ষমতা নেই মেসিকে নেওয়ার। তবে বেশ কিছু ক্লাব মেসিকে নেওয়ার ক্ষমতা রাখে।

মোহভঙ্গ হয়েছে প্যারিস সঁ জরমেঁর প্রতি। তাই আগামী মরসুমেই নতুন ক্লাবে যেতে চাইছেন লিয়োনেল মেসি। পিএসজি-তে গন্ডগোল ক্রমেই বাড়ছে। নেমার এবং কিলিয়ান এমবাপের সঙ্গে থাকলেও মেসি নিজে খুশি হতে পারছেন না। তাঁকে নিয়ে অখুশি এমবাপেও।

Suggested Post :  বার্সার বিদায়ে মেসিকে দলে ফেরাতে নতুন বার্তা দিলো বার্সেলোনা

তাই বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি নিজেও অন্য ক্লাবে যেতে মরিয়া। অনেক ক্লাবেরই আর্থিক ক্ষমতা নেই মেসিকে নেওয়ার। তবে বেশ কিছু ক্লাব মেসিকে নেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যেই পাঁচটি ক্লাবের নাম উল্লেখ করল আনন্দবাজার অনলাইন:

নিউওয়েলস ওল্ড বয়েজ
আল-হিলাল
ম্যাঞ্চেস্টার সিটি
বার্সেলোনা
ইন্টার মিয়ামি