সাকিব-মুস্তাফিজ আইপিএলে খেলা নিয়ে বোমা ফাটালেন গাঙ্গলী

ভারতের সাবেক সফলতম অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এখন বাংলাদেশ সফরে আছেন। ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। এবার বাংলাদেশের তিন ক্রিকেটার খেলবেন আইপিএলে। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাস।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাকিব-মুস্তাফিজদের আইপিএলের স্টার হিসেবে উল্লেখ করেন সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন, ‘তোমাদের ক্রিকেটে প্রচুর ট্যালেন্ট আছে। সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো। দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের এই উন্নতি দেখে আমার সবসময় ভালো লাগে।’

সাকিব-মুস্তাফিজের বিষয়ে তিনি আরও বলেন, ‘পরের মাস থেকে আইপিএল হচ্ছে। আমাদের দলে আছে মুস্তাফিজুর। সাকিব তো বহুবার খেলেছে। সাকিব আইপিএলের জয়ী দলে খেলেছে। মুস্তাফিজও সানরাইজার্সের চ্যাম্পিয়ন দলে খেলেছে। তারা তো আইপিএলের স্টার।’