একনজরে দেখেনিন বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজের সময় সূচী

images 2023 02 23T211914.471

সবকিছু ঠিক থাকলে আগামী কাল বাংলাদেশে আসছে টিম ইংল্যান্ড। বাংলাদেশ ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলে জানা যায়। সাদা বলের দ্বিপাক্ষিক এই সিরিজ মাঠে গড়াবে আগামী ১ মার্চ।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে আগামিকাল ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। সফরে ম্যাচ কবে আয়োজিত হবে তা চূড়ান্ত করা হলেও মাঠে খেলা গড়ানোর সময় নিশ্চিত ছিল না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি নিশ্চিত করে ফেলেছে।

সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর বারোটা থেকে। এছাড়া বেলা তিনটা থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

এদিকে, দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বাংলাদেশ দল ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করলেও টি-টোয়েন্টির জন্য এখনো দল ঘোষণা করেনি।

sirij suci

You May Also Like