বিশ্বের ২য় প্লেয়ার হিসেবে যে মাইলফলক স্পর্শ করার সুযোগ মেসির সামনে

images 2023 02 22T212329.429

ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে গতরাতে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছিলে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিলের বিপক্ষে এই ম্যাচটিতে পিএসজি ৪-৩ গোলে জিতেছিল।

ম্যাচে পিএসজির হয়ে একটি গোল তিনি করেছেন। ম্যাচের শেষ গোলটাই করেছিলেন মেসি দুর্দান্ত এক ফ্রিকিক থেকে। আর গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল পিএসজি।

মেসির এই গোলটি ছিল ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ৬৯৯তম গোল। আর মাত্র একটি গোল করলেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি।

অবশ্য মেসির আগে আরও একজন এই ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছে। তিনি হচ্ছে বর্তমানে আল নাসেরে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে মেসির সামনে সুযোগ ৭০০ গোল করার।

You May Also Like