নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমবাপ্পের

asdfadfs 20230222025420

সম্প্রতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলির বিপক্ষে ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়েন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা ফুটবলার নেইমার। যার কারণে ম্যাচের ৫১ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাকে।

এমন ইনজুরিতে হতাশ স্বয়ং নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের গোঁড়ালির ছবি দিয়ে তিন শব্দের একটি বার্তা দিয়েছেন তিনি। সেখানে কান্নার ইমোজি জুড়ে দিয়ে নেইমার লিখেছেন, ‘এগেইন অ্যান্ড এগেইন’।

তার এমন স্টোরি দেখে মুখ খুলেছেন পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। ইনস্টাগ্রামে নেইমারকে উদ্দেশ্য করে এমবাপ্পে লিখেছিলেন, ‘শক্ত থাকো। দলের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। দ্রুত ফিরে আসো ভাই।’

ইনজুরির পর নেইমারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছে পিএসজির মেডিকেল টিম। যদিও তার স্ক্যান রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। ওই ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসির গোলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে পিএসজি।

You May Also Like