
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ২০২৪ কোপা আমেরিকার পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজকও তারা। তাই পরপর এই মেগা দুই ইভেন্ট আয়োজনের আগে প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মাটিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে মার্কিনিরা।
কাতার বিশ্বকাপে বেশ ইতিবাচক ফুটবল খেলে নবজাগরণের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মরুর বুকে বিশ্বকাপের শেষ ষোলোতেও উঠেছিল যুক্তরাষ্ট্র। সামনে নিজ দেশে বিশ্বকাপকে সামনে রেখে আবারও বড় পরিকল্পনা নিয়ে নামছে দেশটি। আর তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে বদ্ধপরিকর পরাশক্তিরা।
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট ফুটবল ফিচার অন্যান্য খবর ভিডিও
Home ফুটবল
যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা!
ফেব্রুয়ারি ২০, ২০২৩ Reading Time: 1 min read
ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে মিনি বিশ্বকাপ আয়োজন করবে উয়েফা
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ২০২৪ কোপা আমেরিকার পরবর্তী আসর বসবে যুক্তরাষ্ট্রের মাটিতে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজকও তারা। তাই পরপর এই মেগা দুই ইভেন্ট আয়োজনের আগে প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মাটিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে মার্কিনিরা।
কাতার বিশ্বকাপে বেশ ইতিবাচক ফুটবল খেলে নবজাগরণের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মরুর বুকে বিশ্বকাপের শেষ ষোলোতেও উঠেছিল যুক্তরাষ্ট্র। সামনে নিজ দেশে বিশ্বকাপকে সামনে রেখে আবারও বড় পরিকল্পনা নিয়ে নামছে দেশটি। আর তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে বদ্ধপরিকর পরাশক্তিরা।
SportsZone24
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য অ্যাথলেট’ ও ‘ডেইলি মেইল’ জানাচ্ছে, প্রীতি ম্যাচ খেলতে প্রতিপক্ষ হিসেবে খোদ লাতিন দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে চায় দেশটি। তাই ফিফা উইন্ডোতে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে লাতিন পরাশক্তিদের বিপক্ষে দুটি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে দুই আসরের পর যুক্তরাষ্ট্রে আবারও ফিরছে কোপা আমেরিকার আসর। যেখানে লাতিন কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে উত্তর আমেরিকার কনকাকাফের ৬ দল। ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১৬ দলের অংশগ্রহণে আগামী অনুষ্ঠিত হবে আগামী কোপা আমেরিকা।
আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন দল। সবশেষ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে সোনালি ট্রফির আক্ষেপ ঘুচিয়েছে লে আলবিসেলেস্তেরা। অন্যদিকে, ব্রাজিল বিশ্বকাপে আশা জাগানিয়া ফল করতে না পারলেও কোপায় অন্যতম ফেভারিট হিসেবেই খেলবে।
তাই নিজেদের আরও শানিত করতে তাদের বিপক্ষে খেলতে আগ্রহী যুক্তরাষ্ট্র। যদিও প্রীতি ম্যাচ আয়োজনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত ম্যাচ দুটি না হলেও আগামী বছর কোপায় খেলতে নামবে লাতিন দলগুলো।