
সদ্য শেষ হওয়া বিপিএলের প্লে-অফে শেষ হয় সাকিবদের মিশন। রংপুরের কাছে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় বরিশালের। তাই বিপিএল শেষ হওয়ার আগেই হঠাৎ করে পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে আবার হঠাৎ করেই পাকিস্তান সুপার লিগ ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পেশোয়ার জালমীর হয়ে মোট ছয়টি ম্যাচ খেলার কথা ছিল সাকিবের।
আবারও পারিবারিক কারণে এবারের আসর থেকে বিদায় নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে সাকিব খেলেছেন মোটে একটি ম্যাচ। এই অলরাউন্ডারের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে টেনেছে পেশোয়ার জালমি।
রোববার আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে পেশোয়ার। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে-অফ পর্বে খেলার সুযোগ পায় তবে আবারও সেখানে তাকে দেখা যেতে পারে।
জানা গেছে, স্ত্রীর অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব। সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব বলেছেন, “গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে সাময়িকভাবে পিএসএল ছেড়ে যেতে হচ্ছে”।
“আমি জানি যে এখানে আমার বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে এবং আমি ভক্তদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ভূমিকা রাখতে আমি পরবর্তীতে কোনো এক পর্যায়ে ফিরে আসবো।”
পাকিস্তান সুপার লিগে এবারের আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব যেখানে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন তিনি। যদিও অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।