দুঃসময়ের বলয়ে আটকে থাকা পিএসজি শুরুটা করল দারুণ। ১৭ মিনিটের মধ্যে লিলের জালে দুইবার বল পাঠাল তারা। এরপর খেই হারিয়ে ফেলে দলটি। ৩ গোল হজম করে পড়ে যায় হারের শঙ্কায়। তবে শেষ দিকে কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির গোলে নাটকীয় জয় পেল ক্রিস্তফ গালতিয়ের দল।

ঘরের মাঠে রোববার লিগ ওয়ানের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করেন এমবাপে, নেইমার ও মেসি একটি করে।

Suggested Post :  এইমাত্র পাওয়াঃ এবার মেসির পিএসজি যাওয়া ঠেকাতে আদালতে বার্সা

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল পিএসজি। দুর্ভাবনাও সঙ্গী হয়েছে তাদের। চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন নেইমার।