পাকিস্তান সুপার লিগ পিএসএলের অষ্টম আসরের ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার মার্টিন গাপটিল।

করাচিতে এদিন আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে কোয়েটা গ্লাডিয়েটরস। তবে এক প্রান্ত আগলে রেখে একাই লড়ে যান গাপটিল। মাত্র ৬৭ বলে ১২ চার ও ৫ বিশাল ছক্কায় ১১৭ রান করেন গাপটিল। এইসময় অজি বোলার এন্ড্রু টাইয়ের করা ১৯তম ওভারে ৩ ছক্কা ও ৩ চারে ৩০ রান নেন গাপটিল।

Suggested Post :  বাংলাদেশ দলকে নিয়ে বড় মন্তব্য, গর্বিত সারা বাংলাদেশ!

দেখুন ভিডিওটি-