চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ২য় টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হয় ভারত। দ্বিতীয় দিনের শেষে ১২ ওভার খেলে অস্ট্রেলিয়া করে ফেলেছে ১ উইকেটে ৬১ রান। ৪০ বলে ৩৯ রান করে ফেলেছেন ট্রেভিস হেড। ১৯ বলে ১৬ রান ল্যাবুশেনের। তবে আজকে সবচেয়ে আলোচনার জন্ম দিয়ে কোহলির আউট।
ভারত বনাম অস্ট্রেলিয়া ২য় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে যে শুরুটা পেয়েছিলেন সেখান থেকে বড় রান করতে ব্যর্থ হয়ে বিতর্কিতভাবে আউট হন বিরাট কোহলি । কোহলি তার ৪৪ রানের ইনিংসের সময় পুরোই নিয়ন্ত্রণে ছিলেন। তবে আম্পায়ার নীতিন মেননের একটি সিদ্ধান্ত তার বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোহলি এইভাবে আউট হওয়াতে ফ্যানদের ব্যাপক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে যারা স্পষ্টতই আম্পায়ার মেননের সিদ্ধান্তে খুশি নন।
২১/০-তে এ দিন শুরু করে ভারত ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে গভীর সমস্যায় পড়ে যায়। ভারতের ইনিংসে বিরাট কোহলি ছাড়া আর কোন বড় রান না দেখা যায়নি। শুরু থেকেই বিরাটকে আত্মবিশ্বাসী দেখায় এবং ব্যাট হাতে দিল্লি বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে ছন্দপতন ঘটিয়ে কোহলিকে মাঠের আম্পায়ার নীতিন মেনন এলবিডব্লিউ আউট দেন। এটি একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল কারণ রিপ্লেতে দেখা যায় যে বল প্যাডে আঘাত করার আগে সম্ভবত ব্যাটের সাথে কিছু যোগাযোগ ছিল। তবে, মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল করার জন্য তৃতীয় আম্পায়ার যথেষ্ট ছিল না এবং তাই আম্পায়ারের সিদ্ধান্তে কোহলিকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছিল। ভারতীয় ফ্যানরা স্পষ্টতই আম্পায়ার মেননের সিদ্ধান্তে খুশি নন এবং টুইটারে ক্ষোভ উগড়ে দেন।
দেখুন টুইট চিত্র:
That wasn't out to me. Too much doubt in there. #INDvAUS #ViratKohli pic.twitter.com/wrYGg1e1nT
— Wasim Jaffer (@WasimJaffer14) February 18, 2023
Poor decisions by Nitin Menon always when it is Virat Kohli. How can umpire be so sure that it hit the pad first ..??? pic.twitter.com/WY7MF9rFd6
— Kc (@kohliception) February 18, 2023