বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয় এক সময় দারুন ভাবে ফর্ম হারিয়ে ফেলে দল থেকে বাদ যায়। তবে গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে বিশ্ব রেকর্ড গড়ে জাতীয় দলে আবার ও সুযোগ করে নিয়েছিলেন এই তারকা ব্যাটা।

কিন্তু জাতীয় দলে যে আবারও বেশি দিন টিক্তে পারলো না। এক বছর যেতে না যেতে আবারও জাতীয় দল থেকে এক প্রকার বাদ পড়েছেন তিনি। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে হৈচৈ ফেলে দিয়েছিলেন এনামুল হক বিজয়।

ব্যাট হাতে ঘরোয়া লিগে রেকর্ড গড়া রান করেন তিনি। তিনি ১ হাজার ১৩৮ রান করে তিনি ওয়ানডে দলে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তবে ওই সফরে ব্যাট হাতে তেমন ভালো করতে না পারলেও গত অগাস্টে জিম্বাবুয়ে সফরে ৭৩ ও ৭৬ রানের দুটি ইনিংসও খেলেছিলেন টাইগার দলে ওপেন করা বিজয়।

Suggested Post :  টি-টেন লিগে নাম লিখালেন আরও দুই বাংলাদেশী ক্রিকেটার; দেখেনিন তাদের নাম

এর পুরস্কার হিসেবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ পান তিনি। কিন্তু সেখানে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বিজয়। ভারতের বিপক্ষে সিরিজে তিন ম্যাচ মিলিয়ে করেন ৩৩ রান। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

তবে ঘরোয়া ক্রিকেট লিগে আবারো ভালো পারফরম্যান্স করতে পারলে জাতীয় দলের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন জাতীয় দলের আশেপাশেই থাকবেন বিজয়।

Suggested Post :  টি-টেন লিগে ৩৯ বলের সেঞ্চুরিতে রাসেলদের ব্যাটিং ঝড়ে ২২৭ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব

বিজয়কে নিয়ে নান্নু বলেছেন, “বিজয় (এনামুল) ভারতের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেনি। এছাড়া এই সিরিজে টপ অর্ডারে তামিম ফিরেছে, শান্ত ভালো ফর্মে আছে। অপশন নেই আপাতত। তবে সে সিস্টেমেই থাকবে। ঘরোয়া ক্রিকেটে খেলবে, পারফর্ম করলে আবার সুযোগ আসবে।”