বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে)। জনপ্রিয় এই টুর্নামেন্টে আসন্ন আসর শুরু হবে আগামী ৩১ মার্চ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। সন্ধ্যা সাতটা ৩০ মিনিট থেকে আমদবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ হবে। ফাইনাল হবে আগামী ২৮ মে। এমনই ঘোষণা করা হল জিয়ো সিনেমায়। এবার জিয়ো সিনেমায় আইপিএলের লাইভ স্ট্রিমিং হবে।

আইপিএলের গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’ – মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস।

Suggested Post :  ব্রেকিং নিউজঃ মুস্তাফিজ ভালো বলিং করেও জিততে পারলো না রাজস্থান!

গ্রুপ ‘বি’ – চেন্নাই সুপার কিংস, পঞ্জাব সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটানস।

আইপিএলের ফাইনাল কবে হবে?

গ্রুপ পর্যায়ে মোট ৭০ টি ম্যাচ হবে। ২১ মে হবে গ্রুপ পর্যায়ের ম্যাচ। সেই ম্যাচে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে গুজরাট টাইটানস। ফাইনাল হবে ২৮ মে। ফাইনালও আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। তবে এখনও প্লে-অফের (প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার) সূচি এখনও ঘোষণা করা হয়নি।

Suggested Post :  কেকেআরের মালিকানা বিক্রি করে দিবেন সাহরুখ খান! কতটুকু সত্য?

কোন কোন মাঠে আইপিএলের ম্যাচ হবে?

এবার মোট ১২ টি শহরে আইপিএলের ম্যাচ হবে – আমদাবাদ, কলকাতা, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, জয়পুর, মুম্বই, গুয়াহাটি (রাজদস্থান রয়্যালসের দ্বিতীয় হোম) এবং ধর্মশালা (পঞ্জাব কিংসের দ্বিতীয় হোম)। মোট ১৮ টি ‘ডবল হেডার’ আছে। প্রতিটি দল সাতটি হোম ম্যাচ এবং সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলবে।

আইপিএলের পুরো সূচি