বিপিএলে টাকার তুলকালাম বিপিএলে কে পেলেন কত টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে কুমিল্লার ঘরে গেল বিপিএলের চতুর্থ শিরোপা। এদিকে বিপিএলের এই আসরে বেড়েছে প্রাইজমানির অঙ্ক। জয়ী দল শিরোপার পাশাপাশি পাচ্ছে বেশ মোটা অঙ্কের প্রাইজমানি। ফাইনাল শেষে কারা কতো অর্থ পেলেন চলুন দেখে নেয়া যাক।

বিপিএলের সমাপনী দিনে দেওয়া হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকার পুরস্কার। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্রফির পাশাপাশি পেয়েছে ২ কোটি টাকা। রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স পেয়েছে ট্রফিসহ ১ কোটি টাকা।

গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সিলেট ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৪ ফিফটিতে করেছেন ৫১৬ রান। জিতেছেন ১০ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও গেছে তার ঘরেই।

ফাইনাল সেরা খেলোয়াড়ের পুরস্কার ৫ লাখ টাকা পেয়েছেন জনসন চার্লস। সর্বোচ্চ উইকেটের ৫ লাখ টাকা পুরস্কার যৌথভাবে পেয়েছেন চ্যাম্পিয়ন দলের তানভির ইসলাম ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। দুজনের উইকেট সংখ্যা ১৭টি। সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দলের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসালের সৌজন্যে ৩ লাখ টাকা পেয়েছেন অভিজ্ঞ কিপার।