মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং টুর্নামেন্টের চতুর্থ বাবের মত শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইতিমধ্যে বিপিএলের নবম আসর শেষে টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করা হয়েছে।
এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী একাদশে রাখা হয়েছে চারজন বিদেশী ক্রিকেটার। ২ ফাস্ট বোলারের সাথে একাদশে রাখা হয়েছে একজন স্পেশাল স্পিনার। সেই সাথে দুইজন অলরাউন্ডার তো রয়েছেই।
বিপিএলের এবারের আসরের সেরা একাদশ: নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স), মোহাম্মদ রিজওয়ান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), তৌহিদ হৃদয় (সিলেট স্ট্রাইকার্স), সাকিব আল হাসান (ফরচুন বরিশাল), জনসন চার্লস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), মুশফিকুর রহিম (সিলেট স্ট্রাইকার্স), ইফতেখার আহমেদ (ফরচুন বরিশাল), নাসির হোসেন (ঢাকা ডমিনেটরস), তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), হাসান মাহমুদ (রংপুর রাইডার্স), আজমতুল্লাহ ওমারয়াই (রংপুর রাইডার্স), দ্বাদশ ক্রিকেটার রনি তালুকদার (রংপুর রাইডার্স)।