২০২২ বিশ্বকাপের পূর্বে নেইমার জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা সেটা অনিশ্চিত। মানসিক এবং শারীরিক ভাবে কতটা ফিট থাকেন তার উপর নির্ভর করবে খেলা।
তবে ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর এখন আরও একবার বিশ্বকাপ জেতার জন্য লড়াইয়ের জন্য মনস্থির করেছেন নেইমার। পিএসজি সতীর্থ মেসিকে দেখেই অনুপ্রানীত হচ্ছেন তিনি।
মেসি ক্যারিয়ারের শেষ লগ্নে এসে বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে। সেই তুলনায় নেইমারের তো এখনও সময় বাকি আছে। মেসি যেখানে ৫ম বিশ্বকাপে এসে শিরোপা জিতেছেন, নেইমার সেখানে বিশ্বকাপ খেলেছেন মাত্র তিনটি।
সম্প্রতি নেইমার জানিয়েছেন, “আমি বছর বাই বছর এগিয়ে যাব। অবশ্যই আমার বড় একটি লক্ষ্য রয়েছে এবং সেটা হচ্ছে বিশ্বকাপ জেতা।
“মেসি হচ্ছে অনুপ্রেরনা। সে সবসময় আমাকে সাহায্য করে এবং শক্তি যোগায়। অবশ্যই তাকে ৩৫ বছরে বিশ্বকাপ জিততে দেখে আমিও ভাবছি (বিশ্বকাপ খেলার)।”