একটা সময়ে জাতীয় দলের অটোমেটিক চয়েজ ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার অধিনায়কত্বে একের পর এক ম্যাচ জয়ের পাশাপাশি অনেক সিরিজে জয় পেয়েছে টাইগাররা। জাতীয় দলে মাশরাফি এখন সাবেক। বিপিএলসহ ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।

ক্রিকেট থেকে অবসরের আগেই সবশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন মাশরাফি। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন এবারের বিপিএলই মাশরাফির ক্যারিয়ারের শেষ বিপিএল।

Suggested Post :  বিপিএল ২০২৩ আসর এ গেইলকে দেখা যাবে কিনা দেখেনিন চুরান্ত সিদ্ধান্ত

তার মানে আগামীকাল বৃস্পতিবার বিপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন দেশের অন্যতম সেরা এই সফল অধিনায়ক।
এ ব্যাপারে মঙ্গলবার মিরপুরে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বলেন, আমিতো এখন জাতীয় দলে খেলার আসা আর করি না। আমি খেলাটাকে যতদিন ইনজয় করছি, শরীর যতদিন সাপোর্ট দিচ্ছে খেলছি।

মাশরাফি আরও বলেন, আমি কাউকে বলে কয়ে ক্রিকেট থেকে অবসর নিতে চাই না। বা সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা আমার নেই। যদি টুর্নামেন্ট চলার পথেও আমার মনে হয় খেলব না, তখন আর খেলব না। কাজেই এই বিপিএলই শেষ বিপিএল, এমন আলোচনা কেয়ার করার আপাতত দরকার আছে বলে আমি মনে করি না।