চেনা আঙিনায় বেশিরভাগ সময় বড্ড অচেনা হয়ে রইল পিএসজি। ম্যাচ জুড়ে দাপট দেখাল বায়ার্ন মিউনিখ। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ইউলিয়ান নাগেলসমানের দল।
প্যারিসে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন কিংসলে কোমান।
চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বায়ার্ন। গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলি জিতেছিল তারা।
সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে খোঁজা পিএসজি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেল।
(বিস্তারিত আসছে)