রাতে হাইভোল্ডেজ ম্যাচে মাঠে নামছে পিএসজি দেখেননি সময়

images 2023 02 14T161000.640

বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। ফ্রান্সে তারা অপ্রতিদ্বন্দ্বী একটি দল। এবার চ্যাম্পিয়নস লিগেও রাজত্ব চায় দলটি। এ জন্য লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সের্হিয়ো রামোস, আশরাফ হাকিমিদের মত তারকা ফুটবলার নিয়ে দলটি রীতিমতো চাঁদের হাট বসিয়েছে।

তবুও আক্ষেপের বিষয় ইউরোপের আকাশে বিবর্ণ পিএসজি। চ্যাম্পিয়নস লিগের শিরোপা এখনো ছোয়া হয়নি তাদের। গত মৌসুমেও তারা বাদ পড়েছে শেষ ষোলো থেকে। আজ নিজেদের মাঠে প্রথম লেগে পিএসজি ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে অস্বস্তি নিয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

পিএসজি লিগ ওয়ানে তাদের শেষ আট ম্যাচের মাত্র চারটিতে জিতেছে। বাদ পড়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। তাই উদ্বেগ ফুটে উঠল কোচ ক্রিস্তফ গালতিয়েরেরকণ্ঠে, ‘বায়ার্নের বিপক্ষে ম্যাচ নিয়ে আমি চিন্তিত। চিন্তিত না হলেই বরং সেটা বিশেষ কিছু হতো। মোনাকোর বিপক্ষে আমাদের জয়ের মানসিকতাই ছিল না (সর্বশেষ ম্যাচে ৩-১ গোলে হার)। এমবাপ্পে খেলতে পারবে বলে আমার মনে হয় না। ওকে নিয়ে ঝুঁকি নেব না।’

বিশ্বকাপের পর লিগে খেলা আট ম্যাচে পিএসজি হেরেছে লেন্স, রেঁনে ও মোনাকোর কাছে। বিদায় নিয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। স্কোয়াডে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। গত দুই দিন অনুশীলনও করেছেন তারা। পিএসজি-বায়ার্নের উত্তেজক ম্যাচটি ছাড়াও আজ এসি মিলান মুখোমুখি হবে টটেনহামের। ২০১৩-১৪ মৌসুমের পর এবারই প্রথম নক আউটে খেলছে মিলান।

You May Also Like