আগামী সামারে নেইমার জুনিয়রের পিএসজি ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য নেইমার পিএসজিতে যাওয়ার পর থেকেই প্রতিটা মৌসুমেই এমন গুঞ্জন শুরু হয়। কিন্তু এবার একটু ব্যতিক্রমই দেখা যাচ্ছে।
ফ্রান্সের বিখ্যাত গনমাধ্যমগুলো জানিয়েছে, আসছে সামারে নেইমারের ক্লাব ছাড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। যদি কোন ক্লাব নেইমারকে কেনার জন্য আগ্রহী হয়ে পিএসজির কাছে অফার পাঠায়, তাহরে পিএসজি তাকে বিক্রি করবে।
এদিকে শুধু নেইমার নয়, লিওনেল মেসিও ক্লাব ছাড়তে পারেন। মেসিকে পিএসজি বিক্রি করতে চায় না, তবে মেসি নিজেই চলে যেতে পারেন পিএসজি ছেড়ে।
কিন্তু কেন মেসি চলে যাবেন? গনমাধ্যমগুলো বলছে, মেসি পিএসজির অভ্যন্তরীন বিভিন্ন বিষয়ে খুশি নয়। ড্রেসিং রুমে যেন ঝামেলা লেগেই আছে। এমন পরিবেশে থাকতে চান না তিনি।
তাছাড়া মেসির সিদ্ধান্তে ব্যাপক প্রভাব ফেলতে পারে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো। বায়ার্নের বিপক্ষে ম্যাচে যদি পিএসজি উতরে যেতে পারে তাহলে হয়তো সিদ্ধান্ত পাল্টাতে পারেন মেসি।