এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবম আসরে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপিএল যাত্রা থমকে গেল এলিমিনেটর ম্যাচে। রোববার ফরচুন বরিশাল রংপুরের কাছে হেরেছে তার দল। বিপিএলের দরজা বন্ধ হলেও খুলে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা। সোমবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের জন্য পেশোয়ার জালমি সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে, যদিও কেউ তাকে পিএসএল ড্রাফট থেকে নিতে আগ্রহী ছিল না।

নিলাম পরবর্তী দলের কোটা পূরণের ড্রাফটে সাকিবকে দলে নিয়েছে পেশাওয়ার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ খবর নিশ্চিত করেছে।

Suggested Post :  এইমাত্র পাওয়া : আইসিসিকে অবাক করে বিশ্ব রেকর্ড গড়লো টাইগাররা

পাকিস্তানের গণমাধ্যমে এসেছে, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিব পিএসএলে অ্যাভেইলেভেল থাকবেন। মঙ্গলবার পেশাওয়ারের প্রথম ম্যাচ করাচি কিংসের বিপক্ষে। প্রথম ম্যাচ থেকেই সাকিব খেলতে পারবেন।

পিএসএলে মোট পাঁচ ম্যাচ খেলার সুযোগ হচ্ছে সাকিবের। ১৪ ফেব্রুয়ারির পর ১৭, ২০, ২৩ ও ২৬ ফেব্রুয়ারির ম‌্যাচগুলো খেলতে সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। ১১ ইনিংসে ব্যাট হাতে ৩৭৫ রান করেছেন। বল হাতে ১৩ ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। ব্যাটিংয়ে এবার সাকিব আগের সব আসরের পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছেন। এর আগে কেবল দুইবারই তিন’শ-এর বেশি রান করেছিলেন।

Suggested Post :  টি-টোয়েন্টি বিশ্বকাপ: নতুন দায়িত্বে দেখা যাবে মুস্তাফিজকে

পিএসএল শেষে তাকে দেশে ফিরতে হবে। পহেলা মার্চ থেকে ইংল‌্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে থ্রি লায়ন্সরা বাংলাদেশে আসছে। এর পরপরই আয়ারল‌্যান্ড সিরিজ।