আগামী সামারে নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন দিন দিন জোড়ালো হচ্ছে। সেটা বর্তমানে এতটাই জোড়ালো হয়েছে যে, লা প্যারিসিয়ান জানিয়েছে, নেইমারকে আগামী সামারে বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।

গত সামার থেকেই নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। কিলিয়ান এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের পর থেকেই নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন শুরু হয়েছে।

এবার এই সম্ভাবনাকে আরও জোড়ালো বলছে ফ্রান্সের বিখ্যাত গনমাধ্যম লা প্যারিসিয়ান। তাদের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, নেইমারের আগামী সামারে পিএসজি ছাড়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।

Suggested Post :  আগামী কোপা আমেরিকায় কোন ১৬টি দল অংশ নিবে দেখেননি সময়

নেইমার এবং এমবাপ্পের মধ্যে শীতল সম্পর্ক চলছে মৌসুমের শুরু থেকেই। তারমধ্যে যুক্ত হয়েছে নেইমারের অফ ফর্ম এবং সর্বশেষ যুক্ত হল পিএসজির স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে বাজে আচরণ।

মোনাকোর বিপক্ষে ম্যাচের পর নেইমারের সঙ্গে ড্রেসিং রুমে তর্ক হয়েছে লুইস ক্যাম্পোসের। তাছাড়া নেইমারের ইনজুরির রেকর্ডটি তো বেশ পুরোনো।

এমন অবস্থায় পিএসজি আর নেইমারের সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছে না। আগামী সামারেই তারা নেইমারকে বিক্রি করে দিবে-জানিয়েছে গনমাধ্যমটি।

Suggested Post :  মেসিহীন বার্সাকে উড়িয়ে দিলো বায়ার্ন

নেইমার যদি পিএসজি ছাড়ে তাহলে যাবে কোথায়? কোন ক্লাব হতে পারে তার গন্তব্য? বিভিন্ন গনমাধ্যমের খবর, নেইমারের গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগ। নিউক্যাসল কিংবা চেলসি হতে পারে তার পরবর্তি ঠিকানা।