ইনজুরির কারণে কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি ছিলেন না ম্যাচে। তবে ছিলেন নেইমার জুনিয়র এবং তার কাঁধেই ছিল সবচেয়ে বেশি দায়িত্ব পিএসজিকে এগিয়ে নেওয়ার।
কিন্তু সেটা আর পারলেন কই নেইমার। উল্টো আজকে মোনাকোর বিপক্ষে রীতিমত বিধ্বস্ত হয়েছে তারা। হেরেছে ৩-১ গোলের বিশাল ব্যবধানে।
মোনাকোর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আক্রমনে পিএসজির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল মোনাকো। পিএসজি যেখানে মোট আক্রমনই করেছে ৭টা, সেখানে মোনাকোর অন টার্গেট শটই ছিল ৯টা।
ম্যাচে মোনাকোর হয়ে জোড়া গোল করেন বেন ইয়াদের। একটি গোল করেন গুলুভিন। পিএসজির একমাত্র গোলটি করেন এমেরি।
ম্যাচের চতুর্থ মিনিটে গুলুভিন গোল করে এগিয়ে দেন পিএসজিকে। ১৮ মিনিটে ইয়াদের গোল করে ব্যবধান বাড়ান। দুই গোল হজমের পর ম্যাচের ৩৯ মিনিটে একটি গোল পরিশোধ করে পিএসজি।
তবে এই গোলের রেশ না কাটতেই ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে বেন ইয়াদের আরেকটি গোল করে ৩-১ গোলের লিড এনে দেন মোনাকোকে।
বিরতির আগে পাওয়া এই লিড ম্যাচের বাকিটা সময় ধরে রাখে মোনাকো। ফলে ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় নেইমার বাহীনিকে।
match h
https://youtu.be/v2KPKB_o91E