বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে হেরে আসর শুরু করা খুলনা টাইগার্স, শুক্রবার নিজেদের শেষ ম্যাচে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে আসর শেষ করে।

১২ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট পেল খুলনা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় প্লে-অফের আগেই বিদায় নেয় তারা।

সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে।

Suggested Post :  আসছে গেইল পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বরিশাল

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান করে ফরচুন বরিশাল। দলের ২৯ বলে ৪৮ রান করেন ডুয়াইন পিটোরিয়াস। ২৯ বলে ২৮ রান করেন এনামুল হক বিজয়।

টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে খুলনা টাইগার্স। দলের জয়ে ৪৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়।

Suggested Post :  এক নজরে দেখেনিন বিপিএলের যত হ্যাটট্রিক

ইনিংসের শেষ দিকে মাত্র ৯ বলে দুই চার আর ৩টি ছক্কার সাহায্যে ৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান।