জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হবে। এমন সমীকরণ নিয়ে মুখোমুখি লড়াইয়ে রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুর শের-ই-বাংলায় টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রংপুর।
টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ইতোমধ্যে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। কোয়ালিফায়ারের দ্বিতীয় দল হিসেবে টিকিট পাওয়ার দৌড়ে আছে রংপুর ও কুমিল্লা। দু’দলেরই ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে সমান ১৬ পয়েন্ট আছে। রান রেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের দ্বিতীয়স্থানে রংপুর। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা।
Rangpur Riders opt to bowl
CV – 43/1 (5)
CRR: 8.60
Batting R(B) 4s 6s SR
Litton Das* 18(9) 2 1 200
Sunil Narine 0(0) 0 0 0