ইসলামী সংগীত গেয়ে ভাইরাল হয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
বৃহস্পতিবার মিরাজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় এই অলরাউন্ডার ড্রাইভিং করছেন। পাশাপাশি, ‘আল্লাহ আমার রব, এই রবই আমার সব’ ইসলামী সংগীতটি গাইছেন।
মিরাজের সঙ্গে গাড়িতে থাকা আরও একজনও সুর মেলান। পাশাপাশি তিনি ভিডিওটি ধারণ করেন।
মিরাজ তার ওই ভিডিওর ক্যাপশনে লেখেন, সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারা নিজের জন্য একটি আশীর্বাদ। আমরা কখনই আমাদের স্রষ্টা আল্লাহকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারি না যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন এবং তার অসংখ্য অনুগ্রহের জন্য।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলছেন মিরাজ। তাদের দল গ্রুপপর্বে দুর্দান্ত খেলে প্লে-অফ নিশ্চিত করে।