অবশেষে বিপিএলে আসলো পূর্ণাঙ্গ ডিআরএস। চার ম্যাচের জন্য বিসিবির গুনতে হবে ৬৫ লাখ টাকা। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরের সবচেয়ে বেশি আলোচনায় ছিল ডিআরএস ব্যবস্থা। টুর্নামেন্টের শুরুতে ডিআরএস না থাকায় কারণে বিপিএল নিয়ে হয়েছিল তীব্র সমালোচনা। যেই সমালোচনায় যোগ হয়েছিলেন বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরাও।

তবে ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জানিয়েছিল প্লে-অফ থেকে বিপিএলে দেখা যাবে পূর্ণাঙ্গ ডিআরএস। মূলত একই সময় একাধিক বিদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ থাকার কারণে বিপিএলে ডিআরএস আনতে পারিনি বিসিবি…. এমনটাই জানিয়ে ছিল বিসিবির অনেক কর্মকর্তা।

Suggested Post :  বিপিএলে অবহেলিত ক্রিকেটার সাব্বিরকে দলে টানল যে দল

তবে শেষ পর্যন্ত প্লে-অফ থেকে ডিআরএস যোগ হচ্ছে বিপিএলে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ শেষ করে বাংলাদেশে এসে পৌঁছেছে ডিআরএস নিয়ে কাজ করা তিন টেকনিশিয়ান। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে কাজ ও শুরু করে দিয়েছেন তারা।

তবে বিপিএলে ডিআরএস আনতে মোটা অংকের টাকা গুনতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। জানা গেছে, প্লে-অফের চার ম্যাচের জন্য বিসিবির গুনতে হবে ৬৫ লাখ টাকা। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ।