ইতোমধ্যে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে এবার তাদের সামনে শীর্ষে ওঠার লড়াই। আর বিদায় নিশ্চিত হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তারা চায় জয় নিয়ে শেষটা রাঙাতে। সে লক্ষ্যে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম।
এই মুহূর্তে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে রংপুর। আর ১১ ম্যাচ থেকে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে অনেক আগেই বিদায় নিশ্চিত করেছে চট্টগ্রাম। দলটির তাই হারানোর কিছু নেই। শেষ ম্যাচটি জিতে শেষটা রাঙানোই যেন তাদের লক্ষ্য।
এ দিকে পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থাকা দল দুটি ফাইনালে ওঠার জন্য দুইবার সুযোগ পাবে। সেই সুযোগটাই নিতে চায় নুরুল হাসান সোহানের দল। তাই চট্টগ্রামের বিপক্ষে জিতে এই লক্ষ্যে এগিয়ে যেতে চায় রংপুর।
রংপুর রাইডার্স একাদশ
মোহাম্মদ নাঈম, রহমানুল্লাহ গুরবাজ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, টম কোহলার-ক্যাডমোর, শামীম হোসেন, রকিবুল হাসান, রিপন মণ্ডল, আজমতুল্লাহ ওমরজাই, হারিস রউফ ও হাসান মাহমুদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
মেহেদী মারুফ, ম্যাক্স ও-দাউদ, আফিফ হোসেন, কার্টিস ক্যাম্পার, উসমান খান, মেহেদী হাসান রানা, বিজয়াকান্ত, জিয়াউর রহমান (অধিনায়ক), তৌফিক খান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নিহাদুজ্জামান।