নেইমারের প্রেমিকার যেন কমতি নেই। একের পর এক মেয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসতেই থাকে। তবে সম্প্রতি নেইমারের যেসব প্রেমিকা ছিল তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ব্রুনা বিয়ানকার্দি।

সম্প্রতি নেইমার জুনিয়র তার ৩১তম জন্মদিন পালন করেছেন। ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ ছিল নেইমারের জন্মদিন। এই জন্মদিনেই আবারও এক হয়েছেন বিয়ানকার্দি এবং নেইমার।

নেইমারের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বিয়ানকার্দি। সেখানে দুজনের চুম্বনরত অবস্থার একটি ছবি পোস্ট করেন বিয়ানকার্দি।

Suggested Post :  আর্জেন্টিনাকে বিশ্বকাপে খেলার বিষয় নিয়ে বোমা ফাটালেন লিও মেসি

সেই ছবির ক্যাপশনে লিখেন, “ঈশ্বর যেন আমাদের সম্পর্ক রক্ষা করে যান, আমি তোমাকে ভালোবাসি, তুমি সবসময় আমার ওপর নির্ভর করতে পারো।”

এই ক্যাপশনে যেন এই মডেল ইঙ্গিত দিলেন তাদের সম্পর্কের জোড়া লাগার বিষয়টির।