পাকিস্তান সুপার লিগ পিএসএলের কারণে বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাচ্ছেন। যে কারণে এবারের বিপিএলের মূল আকর্ষনের শেষ দিকে এসে বিদেশী ক্রিকেটার কমতে শুরু করেছে।
তবে এই সময়ে পাকিস্তানি ক্রিকেটারদের হারালেও অন্য ক্রিকেটারদের দলে আনার চেষ্টা করছে দলগুলো। তারই অংশ হিসেবে ক্যারিবিয়ান দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনিল নারীনকে আনছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শেষ খবর, দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনিল নারিন সোমবার রাতেই ঢাকা আসছেন।
এছাড়া ইংলিশ ক্রিকেটারদেরও কেনার চেষ্টা চালাচ্ছে দলগুলো। এখানেও যেন এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা ইংলিশ ক্রিকেটার মঈন আলীকে কেনার চেষ্টা করছে।