বিপিএলের চলমান আসরে ব্যাট হাতে নজর কেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের তরুন টপ অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। প্রত্যেক ম্যাচে নিজেকে নিয়ে গেছেন অন্য এক পর্যায়ে। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এই রকম ব্যাটিং দেখতে পাওয়া যায় না। যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা এই সদস্য বিগত কয়েক মাস ধরে দুর্দান্ত খেলছিলেন।

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অধীনে বিপিএলে নিজের সেরা ছন্দে রয়েছেন তিনি। বিপিএলে এবার হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন তৌহিদ হৃদয়। এরপর ইনজুরি থেকে ফিরে কিছুটা সমস্যা হলেও সে শুধুই ম্যাচে আবারো হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তৌহিদ হৃদয়।

Suggested Post :  ইমরুলের ৬টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৬২ বলের ঝড়ে কুমিল্লার বিশাল জয়

এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫টি ফিফটি করেছেন। ৫৩.২৮ গড়ে, ১৪৯.২০ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৭৩ রান। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। ২২ বছর বয়সী এই তরুণের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ফরচুন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল।

তিনি বলেন, “আমরা যখনই স্কিল ক্যাম্প করি, ছেলেদের স্কিলে উন্নতি করানোর চেষ্টা করি। তো তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে…ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিল, ওখানে খুব ভালো ক্রিকেট খেলেছিল। তৌহিদ হৃদয়ের একটা ইতিবাচক দিক হচ্ছে সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে। সে খুব সাহসী এবং মেধাবী ছেলে। আমি বলব অবশ্যই আমাদের ভবিষ্যতের ক্রিকেটার।”

Suggested Post :  বাংলাদেশে পা রেখেই হুংকার দিয়ে যা বললেন ক্রিস গেইল

ফরচুন বরিশালের তরুণদের মাঝে এবার দারুণ পারফর্ম করছেন জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের প্রশংসাও শোনা গেল বাবুলের মুখে, “এ ধরনের কিছু প্লেয়ার আমাদের খুবই দরকার। এ ছাড়া জাকির হাসান আছে। শান্ত তো অনেক দিন ধরেই জাতীয় দলে খেলে”।

“জাকির এবং তৌহিদ এই বিপিএলে আমাদের অনেক বড় পাওয়া। অন্যান্য বিপিএলের সঙ্গে এটার তুলনা করলে দেখবেন যে আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। অন্য বিপিএলের সঙ্গে যদি এবার তুলনা করে এখন পর্যন্ত বলছি, আমাদের ছেলের আউটস্ট্যান্ডিং খেলছে”।