চলতি বছরের মার্চে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। গত দুই বছর করোনার কারণে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে ভারতে। তবে আইপিএল শুরুর আগেই বিশেষজ্ঞরা নানান বিষয় নিয়ে বিতর্ক শুরু করেছেন।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএল নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। তবে এই আইপিএল নিয়ে এবার দেখা দিয়েছে মতবিরোধ। আইপিএলের সর্বকালের সেরা একাদশের সেরা অধিনায়ক কে এ নিয়ে বিতর্কে জড়িয়েছেন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার।

‘জিও সিনেমা’ নামের এক শো’তে ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, আকাশ চোপড়া, সুরেশ রায়না, আরপি সিং এবং পার্থিব প্যাটেল আইপিএলের ‘সর্বকালের সেরা একাদশ’ তৈরি করেছেন। যেখানে স্থান পেয়েছেন বিরাট কোহলি, এমএস ধোনি, রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা।

Suggested Post :  মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার শন পোলক

তবে একাদশ সাজানোর পর বিতর্কটা তৈরি হয়েছে অধিনায়ক বাছাই নিয়ে। অধিনায়ক বাছাইয়ের সময়ই মতামত ভিন্ন হতে দেখা যায়। বর্তমান ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং কিংবদন্তি এমএস ধোনির মধ্যে কে আইপিএলের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক এই প্রশ্ন নিয়ে তৈরি হয় জটিলতা।

সেই অনুষ্ঠানে নোমান ওঝা এমএস ধোনিকে নয়, রোহিত শর্মাকে বেছে নিয়েছেন। কারণ, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা চেন্নাই সুপার কিংসের চেয়ে বেশি ট্রফি জিতেছেন।

Suggested Post :  দিল্লি থেকে ফিরছেন সরাসরি দেশে, কি হবে মুস্তাফিজের

ওঝা বলেন, ‘আপনি যদি তাদের তুলনা করার চেষ্টা করেন তবে তারা অনেকটা একই রকম। তারা উভয়ই অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে। শিরোপা অর্জনের তুলনাতে, রোহিত ধোনির চেয়ে এগিয়ে আমার মতে। আপনি যখন সর্বকালের কথা বলছেন।’

তবে বেশকিছু সাবেক ক্রিকেটার ধোনিকে তাদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু যেই অধিনায়ক হোক না কেন, দুইজনই তাদের সময়ের সেরা ছিলেন। এদিকে সাবেকদের বাছাইকৃত একাদশে জায়গা পেয়েছেন গেইল, রায়না, ডি ভিলিয়ার্স, কোহলি, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, চাহাল, বুমরাহ ও মালিঙ্গা।