চলমান বিপিএলটা স্বপ্নের মতো কাটছে সিলেট স্ট্রাইকার্সের তরুন ব্যাটার তৌহিদ হৃদয়ের। বিপিএলের শুরুতেই ফিফটি করেছিলেন একটানা তিন ম্যাচে। এরপরই আঙুলের ইনজুরিতে ছিটকে যান দুই সপ্তাহের জন্য। এরপর ইনজুরিতে থেকে প্রথম কয়েকটা ম্যাচ ভালো করতে পারেননি।
গত ৩০ জুন সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৭৪ রানের ইনিংসে ফিরে পান নিজেকে। শনিবার মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে খেললেন ৫৭ বলে ১৩ বাউন্ডারি ও ২ ছক্কায় হার না মানা ৮৫ রানের ইনিংস। এবারের বিপিএলে এটা পঞ্চম ফিফটি হৃদয়ের, যা সর্বোচ্চ। শুধু তা-ই নয়, এবারের বিপিএলে সবচেয়ে বেশি ৩৭৩ রানও হৃদয়ের।
২ ম্যাচ কম খেলেই হৃদয় পেছনে ফেলেছেন তাঁরই সতীর্থ নাজমুল হোসেন শান্তকে। ৩৭১ রান নিয়ে চলতি আসরে রান সংগ্রাহকদের তালিকায় এখন দুইয়ে শান্ত। ফরচুন বরিশালের পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ ও দলটির অধিনায়ক সাকিব আল হাসান দুজনেরই সমান ৩৪৭ রান। ৩৪২ রান করা নাসির হোসেন আছেন তালিকার পঞ্চম স্থানে।