কাতার বিশ্বকাপের আগেই একের পর এক কৃর্তী গড়ে নিজেকে কিংবদন্তিদের পর্যায়ে নিয়ে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে ছিল বিশ্বকা জয়। সেটিও করে ফেললেন কাতারে।

মেসের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ৩৬ বছরের খরা কাটাল আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে আর্জেন্টিনা।

বিশ্বকাপজয়ী এই তারকাকেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বলছেন স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও রামোস।

Suggested Post :  আর্জেন্টিনার ম্যাচ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে রেকর্ড পরিমাণ মানুষ

পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ডিফেন্ডার বলেন, বেশ কয়েক বছর মেসির বিপক্ষে খেলা আমার জন্য ভোগান্তির ছিল। আমি এখন তাকে উপভোগ করছি। সেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।

রিয়াল মাদ্রিদে ১৬ মৌসুম কাটিয়েছেন রামোস। তখন বার্সেলোনায় খেলতেন মেসি। এ সময়ে অনেকবারই রামোসকে ড্রিবলিং করে বোকা বানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।